রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি চরমে

চাকরি জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তোপখানা রোড অবরোধ করে তারা এ বিক্ষোভ সমাবেশ করছেন।

কয়েক হাজার শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশের কারণে সচিবালয়ের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর তোপখানা রোডের কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে কয়েক হাজার শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। তাদেরকে সড়ক ছেড়ে ফুটপাতে অবস্থান নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করছেন না। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজির বক্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বিএনপির রমনা জনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম যুগান্তরকে বলেন, শিক্ষকদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সড়ক ছেড়ে যায়নি। তবুও পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করার জন্য শিক্ষক নেতাদেরকে আলোচনার জন্য সচিবালয় পাঠানো হয়েছে।

তাছাড়া শিক্ষকদের মধ্যে অনেক বয়স্ক মানুষ থাকায় পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায়নি বলেও জানান তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More