শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যে জন্মসনদ ও ফুলেল শুভেচ্ছা দিলেন দর্শনা পৌরসভার স্বাস্থ্যকর্মীরা

দর্শনা অফিস: শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই জন্মসনদ দেয়া হলো দর্শনা পৌরসভা থেকে। গত পরশু মঙ্গলবার রাতে দর্শনার একটি ক্লিনিকে শিশুর জন্ম সনদ ও ফুলেল তোড়া হাতে নিয়ে পৌরসভার স্বাস্থ্য কর্মীরা পৌঁছান। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নির্দেশনায়, দর্শনা পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জানা যায়, গত ৮ পরশু মঙ্গলবার রাতে দর্শনা পৌরসভার পুরাতন বাজারস্থ একটি বেসরকারি ক্লিনিকে রামনগরের রিমন হোসেন-টু¤পা খাতুন দ¤পত্তির কন্যা সন্তান ভূমিষ্ট হয়। এ খবর পাওয়ার পরপরই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নির্দেশনায় ও দর্শনা পৌর প্রশাসক কেএইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন দল যাবতীয় তথ্য সংগ্রহ করে। ২৪ ঘণ্টার মধ্যেই জন্মসনদ প্রস্তুত করে ক্লিনিকে অবস্থানরত নবজাতক শিশু রুকাইয়া জান্নাতের পিতা-মাতার হাতে পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন খান, টিকাদান সুপারভাইজার আব্দুল মজিদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী মেহেদী হাসান, পৌরসভার স্বাস্থ্যকর্মী, কাকলী খাতুন, মাকসুদা খাতুন, নিপা মোনালিসা, শ্যামলি খাতুন ও মাসুমা খাতুন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More