শৈলকুপায় মসজিদের নির্মানাধীন পিলার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,   ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের নির্মানাধীন পিলার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বড়–রিয়া গ্রামবাসী। গ্রামের শত শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বড়ুরিয়া গ্রামের জামে মসজিদটি গড়াই নদীর ভাঙ্গনের কবলে পড়ে ভেঙ্গে যায়। পরে গ্রামবাসী এখানে মসজিদ নিমার্নের সিদ্ধান্ত নেয়। বড়ুরিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মান কাজ শুরু হয়। গত ২২ শে এপ্রিল বৃহস্পতিবার ভোরে বড়–রিয়া গ্রামের তমালের নেতৃর্ত্বে মকলেস, মনোয়ার, রইচ, আলাল, রফিকুল,খাউরুল ও আবু সাইদসহ ১৫/২০জন নির্মানাধীন মসজিদের দুইটি পিলার ভেঙ্গে দেয়। এসময় বাধা দিতে গেলে হামলায় ৮ মুসল্লী আহত হন। হামলায় জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসি মনববন্ধন কর্মসুচি পালন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More