সমস্যা সমাধান না হওয়ায় উদ্বেগ জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ণ বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ্ব ও সংকট নিরসনে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন ৮ মাসেও দাখিল না হওয়ায় এবং পেশাগত সমস্যা সমাধান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। গত বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কর্মকর্তা কর্মচারীরা জানান, সরকারের লিখিত আশ্বাসে আরইবি-পিবিএস সিস্টেম সংস্কারে দীর্ঘদিনের চলমান আন্দোলন গত ০৫ জুন, ২০২৫ তারিখে স্থগিত করা হয়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গত ১৭ জুন ২০২৫ তারিখে আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নের লক্ষ্যে পৃথক দুটি কমিটিও গঠন করা হয়।
কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করে বলেন, আন্দোলন স্থগিতের প্রায় দুইমাস অতিবাহিত হলেও অপেক্ষাকৃত সহজ এবং স্বল্প সময়ে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো যেমন মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল, লাইনক্রুদের হয়রানিমূলক বদলি স্থগিতসহ সকল হয়রানিমূলক বদলি আদেশ পুনর্বিবেচনা, সাময়িক বরখাস্ত ও সংযুক্তদের পদায়ন, চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ইত্যাদি ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এছাড়া, আন্দোলনের সময় কর্মস্থলে যোগদান করতে না পারা ৫ জন লাইনক্রুর বিষয়টিও নিষ্পত্তিহীন রয়েছে। স্বল্প সময়ে সমাধানযোগ্য বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিস্পত্তির জন্য গত ১৯ জুন এবং ১ জুলাই, ২০২৫ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানানো সত্ত্বেও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি। যা কোনভাবেই প্রত্যাশিত নয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More