সিঙ্গাপুরের ইয়ুথ অ্যাকাডেমির আন্তর্জাতিক চিফ কোচের সনদ পেলেন আলমডাঙ্গার কাফী

আলমডাঙ্গা ব্যুরো: সিঙ্গাপুরের ইয়ুথ অ্যাকাডেমির আন্তর্জাতিক চিফ কোচের সনদ পেলেন চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার ছেলে কাফি। ২০০৯ সাল থেকে বিকেএসপিতে কোচ হিসেবে কর্মরত আছেন সাবেক দ্রুততম মানব আব্দুল্লাহ হেল কাফী। কাজ করার অভিজ্ঞতা আছে জাতীয় দলেও। তবে এ উচ্চতর প্রশিক্ষণের সনদ লাভের পর কোচ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন সাবেক এ অ্যাথলেট।
এ প্রসঙ্গে কাফী বলেন, এ সনদ পেতে কোর্স শেষ করতে হয়েছে তাকে। সম্প্রতি সিঙ্গাপুরে আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত চিফ কোচেস ইয়ুথ অ্যাকাডেমির কোর্স সম্পন্ন করেছেন। ফলে তিনি যে কোনো জায়গায় দেশের বাইরেও ইয়ুথ অ্যাকাডেমির হেড কোচ হিসেবে কাজ করতে পারবেন। ২০১৭ সালে সিঙ্গাপুরে ১২ জনের সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন কাফী। এরপর দেশের আরেক দ্রুততম মানব হাসান মিয়াকে নিয়ে প্রজেক্ট জমা দিয়েছিলেন। তারপর অতিবাহিত হয়েছে অনেকখানি সময়। গত দুই দিন আগেই ইয়ুথ চিফ কোচ পদে পাস করার সনদ হাতে পান তিনি। সনদ পেয়ে তাই খুব আনন্দিত কাফী। কাফী বলেছেন, ‘সিঙ্গাপুরের সেই পরীক্ষায় ১২ জনের মধ্যে আমরা পাঁচজন পাস করেছি। এই সনদ পেতে আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। তাই আমি অনেক আনন্দিত। তবে আমাদের দেশে কোনো অ্যাকাডেমি নেই। ভবিষ্যতে হলে সেখানে আমি কাজ করার সুযোগ পাবো। এছাড়া আমার কর্মস্থল বিকেএসপিতে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো। প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক দ্রুততম মানব কৃতি অ্যাথলেট আব্দুল্লাহেল কাফী আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More