সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার

চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা আয়োজিত সংলাপ অনুষ্ঠানে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নারী নির্যাতন প্রতিরোধসহ স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি সেবায় সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জেলা শহরের মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেন জেলা প্রশাসকরা। আইন যদি যথাযথভাবে প্রয়োগ হয় তাহলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগেকার সময় আইন যথাযথভাবে প্রয়োগ বা বাস্তবায়িত হতো না। কিন্তু বর্তমানে হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতিটি সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। আর এই কাজ সফল হবে তখনই যখন প্রতিটি প্রতিষ্ঠান ডিজিটাল হবে। প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে তাদের সেবা প্রদান করবে। অনলাইনে সেবা নিতে গেলে সেবাগ্রহীতাকেও এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে আবার দালালের খপ্পরে পড়বে। জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সনির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক গাজী শামীম, সমাজসেবার উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আব্দুল আওয়াল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আলী হাসান, সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সদস্য সচিব কানিজ সুলতানা, প্রচার সম্পাদক আহাদ আলী মোল্লা, সদর উপজেলার সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক পারভীন লাইলা, দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, আলমডাঙ্গা উপজেলা সভাপতি এম সবেদ আলী, সাধারণ সম্পাদক শাহ আলম মন্টু প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More