স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

চুয়াডাঙ্গায় জেলা জাসদের প্রস্তুতি সভায় অ্যাড. আকসিজুল ইসলাম রতন

ডিঙ্গেদহ প্রতিনিধি: আগামী ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলায় শিল্পকলা একাডেমিতে জাসদের খুলনা বিভাগীয় প্রতিনিধিসভা সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা জাসদের প্রস্তুতিসভা গতকাল বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে উকিল বাড়ি ফুড কোর্টে অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সহ-সভাপতি ডা. হোসেন আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন। তিনি বলেন বর্তমানে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদের নামে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে। দেশে আবারও জঙ্গিবাদরা নাশকতা চালিয়ে বিশ^ দরবারে বাংলাদেশকে অকার্যকর দেশে পরিনত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশে ১৪দলীয় জোট তথা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন জাসদ এ সকল অপশক্তির বিরুদ্ধে  মোকাবিলা করার জন্য শক্তিশালী করার অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়ায় শিল্পকলা একাডেমী চত্বরে সকাল ১০টার সময় জাসদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় চুয়াডাঙ্গায় জাসদসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাসদের  সাংগাঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম  লুল্লু, দামুড়হুদা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, জেলা জাসদের কোষাধ্যক্ষ আনিসুজ্জামান আনিস, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সভাপতি আবুল বাসার বিশ^াস, জেলা জাসদের সদস্য দেওয়ান ইয়াছিন, ডালিম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, তরিকুল ইসলাম, মিলন হোসেন, সুমন, আবুল হোসেন মন্ডল, ডা. শরিফুল, মাসুদ রানা, দামুড়হুদা সদর ইউপি জাসদের সাধারণ সম্পাদক জুলফিকার আলি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More