৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বজয়, চুয়াডাঙ্গায় বিশাল ভুরিভোজের আয়োজন

স্টাফ রিপোর্টার: ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় চুয়াডাঙ্গায় ভূরিভোজের আয়োজন করা হয়। গতকাল বুধবার রাতে জেলা শহরের শ্যাকড়াতলা মোড়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী চুয়াডাঙ্গার প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফির তত্ত্বাবধানে এ ভুরিভোজন করানো হয়। এতে আর্জেন্টিনার পাশাপাশি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দলের সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮শ জন এতে অংশগ্রহণ করেন। ভুরিভোজে অংশগ্রহণ করেন সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বিশিষ্ঠ ঠিকাদার মতিয়ার রহমান মতি, সৈয়দ ফরিদ আহমেদ, সাংবাদিক শাহ আলম সনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, মো. জানিফ, ইমরান আহমেদ। আয়োজনের সহযোগিতায় ছিলেন তাওরাত হোসেন, সেলিম উদ্দিন পিন্টু, শেখ সামি তাপু, ফিরোজ খান, রুবেল হোসেন, মনিরুজ্জামান মিন্টু, কল্লোল হোসেন, জিনারুল ইসলাম জিনা, রাকিব, মারুফ, ইভন, শাকিল, শাহরিয়ার পারভেজ, মানিক, মিঠুন, রিকন, রনি, মোমিন, আলামিন, আসিফ খান প্লাবন, পাপন হাসান সবুজ, আদিব জোয়ার্দ্দার, হাফিজ ইমন, রাজন মাহমুদ। আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর পর পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমাদের প্রিয় আর্জেন্টিনা ফুটবল দল। আমরা মনে প্রাণে চেয়েছিলাম বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ ট্রফি। আমাদের সকলের চাওয়া আজ পূর্ণ হয়েছে। সেজন্যই আজকে আমাদের এ আয়োজন। আমাদের এ আয়োজনে আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সফল করেছে এ জন্য তাদেরকে ধন্যবাদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More