চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ায় বন্ধু ফাউন্ডেশন’র উদ্বোধন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শহরতলি দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ায় বন্ধু ফাউন্ডেশনের শুভ উদ্বোধন। গত ২৬ মার্চ শুক্রবার বঙ্গজপাড়ায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে ‘বন্ধু ফাউন্ডেশন’র শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের আবু সাঈদ, ওয়াসিম, আলমগীর, শিমুল, এআর রুমি, মানিক, মেহেদী হাসান, শিপনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বন্ধু ফাউন্ডেশন আজকে ছোট পরিসরে পথচলা শুরু হলেও একদিন বৃহত্তর আকারে নিজেকে মেলে ধরবে। বন্ধু ফাউন্ডেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে একদিন এই মহল্লার সচেতন যুবসমাজ পরিচালনা করবে। সমাজের অসহায় ও পিচিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করবে; তাই সমাজের বিত্তবানদের এ ধরনের প্রতিষ্ঠানের পাশে থেকে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেয়া উচিত বলে আমি মনে করি। বঙ্গজপাড়ার তরুণ প্রজন্মের নয়নের মণি সুমন রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আক্তাউর রহমান মুকুল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য কাজল রেখা, আলুকদিয়া ইউপির ৯নং মেম্বার সেলিমুজ্জামান সেলিম, ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুন্না, হাজি আনিসুজ্জামান, জাহিদুর রহমান, আব্বাস উদ্দীন, মুকুল ম-ল, হাসিবুল ইসলাম প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More