কার্পাসডাঙ্গায় কবি নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আটচালাঘর পরিদর্শন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবি নজরুল স্মৃতি বিজড়িত আটচালাঘর ও মাঠ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। গতকাল রোববার বেলা ১২টার দিকে তিনি পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যানের আব্দুল করিম বিশ্বাস, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা প্রশাসনের নাজির ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যানের মনিরুজ্জামান মন্টু, আটচালা ঘরমালিক মধু বিশ্বাস, হেয়ার প্রসেসিং সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, আগামী ২৫ মে রোজ বুধবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৩ জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৫ মে সকাল ১০টায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও র‌্যালি অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্রোহী কবিতার ওপর আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ৪টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে আলোচনা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ বিকেল সাড়ে ৪টায় হাইস্কুল মাঠে আলোচনা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানাগেছে।

এদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। গতকাল রোববার বেলা ১২ টার দিকে তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে কার্পাসডাঙ্গা ইউপি অফিসকক্ষে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানের মনিরুজ্জামান মন্টু, আলমগীর হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, সুমিয়া খাতুন, দেলোয়ারা খাতুন, ইউপি সচিব মহি উদ্দিন, তপন কুমার, উদ্যোক্তা হারুন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More