অন্যতম প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীনকে বিশেষ সম্মাননা প্রদান

বাংলাদেশ সাংবাদিক সমিতির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী : চুয়াডাঙ্গা ইউনিটের উৎসব আয়োজন

স্টাফ রিপোর্টার: অপসাংবাদিকতা রুখতে অবশ্যই প্রকৃত সাংবাদিকদের স্বচ্ছতার সাথে বেশি বেশি করে দায়িত্বপালন করার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, এক শ্রেণীর নামধারি কিছু ব্যক্তি সামাজিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বিভ্রান্তকর অপপ্রচার চালায়। এদের সম্পর্কে সাধারণ মানুষ যেমন সচেতন হচ্ছেন, তেমনই আমরাও বুঝতে পারি ওদের উদ্দেশ্য কী।

বাংলাদেশ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার ৫৬ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার উন্নয়নে স্থানীয় প্রকৃত সাংবাদিকদের কাজের প্রশংসা করে বলেন, একটি সংগঠনের বয়স ৫৬ বছর। এ সংগঠনটি যাদের হাত দিয়ে গড়ে উঠেছিলো তাদের মধ্যে প্রবীণ প্রথিতযশা সাংবাদিক মাহতাব উদ্দীনকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা ইউনিট যে আয়োজন করেছে তা দেখে খুবই ভালো লাগছে। একজন প্রবীণ সাংবাদিককে বিশেষভাবে সম্মানিত করে সংগঠনের বর্তমান নেতৃবৃন্দসহ সকল সদস্যই গর্বিত হলেন। বাংলাদেশ সাংবাদিক সমিতির সমৃদ্ধিতে জেলা প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে কোন প্রকারের কার্পন্য থাকবে না।

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, এনএসআই চুয়াডাঙ্গা উপপরিচালক জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সাংবাদিক সমিতি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের একাধিকবার সভাপতি পদে দায়িত্বপালনকারী প্রবীণ সাংবাদিক অবসরপ্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, স্থানীয় সংবাদপত্র সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফের উপস্থাপিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মফিজ উদ্দীন। আলোচনাসভা শেষে সমিতির সহসাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের পরিচালনায় ও উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন বলেন, ১৯৬৬ সালের ২ জুলাই সাংবাদিকদের নিয়ে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশ করে। রাজধানী ঢাকার কেন্দ্রীয় কমিটির কার্যক্রম নানা কারণে স্থবির হয়ে থাকলেও এই চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম পরিচালনা করে দেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে বিশ^াস।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সবসময়ই চুয়াডাঙ্গার সাংবাদিকদের সাথে থেকেছি। আগামীতেও থাকবো। উন্নয়নে আন্তরিকতায় কমতি নেই। চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বাংলাদেশ সাংবাদিক সমিতির সদস্যরা গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত উল্লাসে মেতে ওঠেন। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ সাংবাদিকের মুখে তুলে দেন। এ সময় উপস্থিত সাংবাদিকসহ বিশেষ অতিথিগণ করতালি দিয়ে অনুষ্ঠান স্থল মুখোরিত করে তোলেন। শেষে স্থানীয় শিল্পীদের গানে মেতে ওঠেন উপস্থিত সকলে। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী করবী, সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, সাংবাদিক জহির রায়হান, সাংবাদিকপুত্র অর্পণ, সাংবাদিক কন্যা লাবিবা ওয়ারিশা, এনএসআই উপপরিচালক জামিল সিদ্দিকী প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More