অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে

চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে ডা. মেহেদী

স্টাফ রিপোর্টার: দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী ইফতার মাহফিল করেছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের বনলতা ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে এক সংক্ষিপ্ত দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. মেহেদী বলেন, পড়ায় মহল্লায় জনসচেতনতা সৃষ্টি করতে হবে, সরকারের উন্নয়নের প্রচার-প্রচারণা করতে হবে, একটি মহল সরকারের বিরুদ্ধে সবসময় ধর্মীয় অপপ্রচার করে আসছে, এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। একাত্তরের রনাঙ্গনে আমরা যেভাবে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেভাবে বর্তমান তরুণ যুবসমাজকে দেশের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি দেশের অভাবনীয় উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা তার প্রচন্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশে বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ জনি, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা হাসানুজজ্জামান কিরণ। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More