আইলহাঁসে ইউনিয়নে ধানের শীষের জয়ধ্বনি: গ্রাম থেকে গ্রামান্তরে ছুটছেন শরীফুজ্জামান শরীফ ভোটের অধিকার ও অর্থনৈতিক মুক্তিই আমাদের একমাত্র এজেন্ডা

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা এখন আর নিছক সভা-সমাবেশ নয়, তা প্রতিটি ইউনিয়নে জনসম্পৃক্ততার এক বিশাল মহোৎসবে পরিণত হচ্ছে। গতকাল রবিবার বিকেল সাড়ে চারটা থেকে গভীর রাত অব্দি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নে তিনি শুরু করেন দ্বিতীয় দিনের নিবিড় গণসংযোগ। এদিন ইউনিয়নটির টাকপাড়া গ্রাম থেকে শুরু করে ঘোলদাড়ি বাজার, পাইকপাড়া, শিশিরদারি, বাগুনদোহা গ্রাম পর্যন্ত তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এই সময় প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পেয়ে সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা হাত ধরে, গল্পের সাথে নিজেদের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখের কথা ব্যক্ত করেন। প্রার্থীর প্রতি এই স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, মানুষ এখন পরিবর্তন চাইছে এবং ধানের শীষের প্রতীকে তাদের আস্থা ফিরে আসছে।
গণসংযোগেরকালে মো: শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার আইলহাস ইউনিয়নের ভাই ও বোনেরা, আপনারা কেন কষ্ট পাচ্ছেন? কারণ, আপনারা গত দেড় দশকে আপনাদের ভোটের অধিকার হারানোয়, আপনারা আপনাদের পছন্দের সরকার পাননি। আমি আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস নিয়ে আসিনি, আমি এসেছি আপনাদের জীবনের পরিবর্তন ঘটানোর একটি স্পষ্ট পরিকল্পনা নিয়ে।’
 তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন। এই ৩১ দফা কোনো রাজনৈতিক অঙ্গীকার নয়, এটা আপনাদের দুঃখ মোচনের গ্যারান্টি। আমি আপনাদের কাছে খুব সহজভাবে বলতে চাই—ধানের শীষের বিজয় মানে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, তরুণ সমাজ চাকরির সুযোগ পাবে, আর আপনাদের পরিবার নিরাপদে থাকতে পারবে। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, মানুষের আস্থা এখনো শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের ওপরই আছে।’
মোঃ শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আপনারা আর ভয় পাবেন না। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয়ের পরও আপনাদের সেবক হিসেবে কাজ করে যাব। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আপনাদের জীবনের পরিবর্তন হবেই।’

গণসংযোগকালে মো: শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন মেম্বার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম এবং মনির উদ্দিন মনিরসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More