আপনাদের জ্ঞান ভা-ার আলোকিত করবে শিক্ষার্থীদের ভবিষ্যত

দর্শনায় ৬ শিক্ষকের অবসরকালীন বিদায় অনুষ্ঠানে কেরুজ এমডি মোশারফ হোসেন

দর্শনা অফিস: কেরুজ উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষকের অবসরকালীন বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরগ্রহণকারী শিক্ষক হাজি মাও. নুরুল ইসলাম, মঈন উদ্দিন, ইকবাল রেজা, আশরাফ হোসেন, লতিফা বেগম ও বিলকিস খানকে বিদায় সংবর্ধনাকালে প্রধান অতিথির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, আপনারা একেকজন শিক্ষক ছিলেন, বিশাল জ্ঞানের ভা-ার। আপনাদের জ্ঞানের ছোয়াতে আজ বহুজন দেশ-বিদেশের উচ্চত্বর স্থানে প্রতিষ্ঠিত। আপনাদের দীর্ঘ শিক্ষকতার জীবনে যে উজ্জ্বল ছোয়া দিয়ে শিক্ষার্থীদের আলোকিত করেছেন, সে আলোয় আলোকিত হবে বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থীরাও। আপনাদের অবসর সময়টুকু অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গলময় জীবন কামনা করি। প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। সভায় ফুলেল শুভেচ্ছাসহ বিদায় সংবর্ধনা জানানো হয়েছে অবসরগ্রহণকারী ৬ শিক্ষককে। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারুক আহমেদ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More