স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলমাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় চুয়াডাঙ্গার শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব কুলচারা একাদশকে ৭-১ গোলে পরাজিত করে কোয়ারর্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। গত পরশু রোববার বিকেল ৫টায় নীলমণিগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলমাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চুয়াডাঙ্গার শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব কুলচারা একাদশকে ৭-১ গোলে পরাজিত করে কোয়ারর্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধেই চুয়াডাঙ্গার শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব কুলচারা একাদশের বিরুদ্ধে ৪ শূন্য গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করে কুলচারা একাদশ। এরপর আবারো শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব’র খেলোয়াড়েরা ছন্দময় ফুটবল খেলা শুরু করে কুলচারা একাদশের জালে আরও ৩টি গোল দেয়। ফলে ৭-১ গোলে কুলচারা একাদশকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে চুয়াডাঙ্গার শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব। ইব্রাহিম ৪টি ও জুয়েল, জিনারুল আরিফ ১টি করে মোট ৭টি গোল দেয় কুলাচারা একাদশকে। খেলার মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব’র সভাপতি পিনু মুন্সী, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রানা হামিদ, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.