আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে পানবরজে ঘাসমারা বিষ স্প্রে করার প্রতিবাদে এলাকার কৃষকদের মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে পানবরজে ঘাসমারা বিষ স্প্রে করে পান পোড়ানোর ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকার কৃষকরা। জড়িতদের গ্রেফতারের দাবিতে তারা মানববন্ধন করেছেন। গতকাল রোববার বিকেলে মুন্সিগঞ্জ পশুহাট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিকেল ৫টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লিফলেট ও ব্যানার নিয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে কয়েকশ’ কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিনগত রাতে আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের মৃত ইসাহক ম-লের ছেলে আব্দুর রাজ্জাকের ১৫ কাঠা, হারান ম-লের ছেলে জামাল উদ্দিনের এক বিঘা, নবিছদ্দিন ম-লের ছেলে রুহুল আমিন ওরফে ইয়ার খাঁ’র ১০ কাঠা জমির বরজে ঘাসমারা স্প্রে করে পান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরদিন আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেল ৪টার দিকে কৃষ্ণপুর গ্রামের কৃষক ও সাধারণ মানুষ মুন্সিগঞ্জ পশুহাট চত্বরে সমবেত হন। সেখানে পানবরজ পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিরা। বেলা ৫টার দিকে সেখানে সড়কের দু’পাশে দাঁড়িয়ে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। দ্রুত গ্রেফতার করা না হলে আরও কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, ইউপি সদস্য ওহিদ আলী মোল্লা, আনছার আলী মাস্টার, আব্দুর রাজ্জাক, আইন উদ্দিন মোল্লা, আজিজুল হক, কচিমদ্দিন, মসলেম, বজলু মাস্টার, শওকত মোল্লা, রাজিবুল ম-ল, ইকরামুল, ছানোয়ার হোসেন, আবুল কালাম, হাসেম মাহমুদ, আলম প্রমুখ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More