খাদিমপুর প্রতিনিধি: আধুনিক উচ্চ ফলনশীল বারি সরিষা ১৪ বীজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা খাদিমপুর গ্রামে মাঠপাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা কৃষি অফিসারদের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. উদায় রহমান। প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অতি অল্প সময়ে সল্প খরচে বারি সরিষা চাষ করা যায়। বর্তমানে মাথাপিছু জমির পরিমান কম তাই কম জমিতে বেশি পরিমানে ফসল উৎপাদন করতে হবে। তিনি আরও বলেন, এক বিঘা জমিতে ৬ মণ হারে এই শস্য উৎপাদন হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, ইউপি সদস্য আরাফাত হোসেন। আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মো. নাজমুল হোসেন খোকন, মো. আরিফুল ইসলাম, মো. লিটন আহমেদ, মোছা. ইভানা খাতুন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেরেগুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কৃষি অফিসার মুসলে উদ্দীন। অনুষ্ঠান শেষে সবার মধ্যে বিশেষ খাবার বিতরণ করেন। এ সময় হিরোক, জামাল, খায়রুল, কলম, মনজুর, টোকন, কামাল দুলালসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
হাসিনা পরিবারের ব্যাংকে ৬৩৫ কোটি টাকা : পাঁচ দেশে মিলেছে বিপুল সম্পদ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.