আলমডাঙ্গার নাগদহ নতুন ইউপি কার্যালয়ের উদ্বোধনকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি

সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে নাগদহ ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা থেকে ঘোলদাড়ি বাজারে আসছে অনেক সময় লাগতো, রাস্তা নির্মাণের কারণে এখন ১০/১৫ মিনিটের মধ্যে চুয়াডাঙ্গায় আসা যায়। বর্তমান সরকারের আমলে এই ঘোলদাড়ি এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রধান অতিথি এলাকাবাসীর উদ্দেশ্য আরও বলেন, এলাকার যে কোন উন্নয়নমূলক কাজের জন্য আমাকে বলবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নাগদহ ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, নির্বাহী সদস্য নজরুল ইসলাম সোনা মিয়া, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হায়াত, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনি, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন, নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, ইসমাইল হোসেন, মুনছুর মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ঝন্টু রহমান, আওয়ামী লীগ নেতা আয়ুব আলী, বেল্টু ম-ল, যুবলীগ নেতা হাসু, রুবেল, সালাম, সেলিম, ছাত্রলীগ নেতা শামিম, হাসিব, তালেব, জিম, সজিব, সোহেল, জিহাদ, তুষার, পেশকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More