আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পারলক্ষ্মীপুর গ্রাম থেকে অজিত হালদার নামের এক মাদক কারবারীকে প্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালের দিকে ঘোলদাড়ী ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত ৯৬ বোতল হোমিও প্যাথিক অ্যালকোহল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আজিত হালদার (৫৭) উপজেলার পরলক্ষ্মীপুর ঘোষপাড়ার মৃত যতীন হালদারের ছেলে।
জানা গেছে, আজিত হালদার দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক অ্যালকোহল মাদক হিসেবে বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজিত হালদারকে গ্রেফতার করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৬ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার রেলস্টেশনপাড়ার ছপু গ্রেফতার : ট্যাপেন্টাডল উদ্ধার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.