আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হোমিওপ্যাথিক এলকোহলসহ মাদক কারবারী লাল মিয়া ও বিপুল হোসেনকে গ্রেফতার করেছে। গত রোববার সন্ধ্যায় ও রাতে অভিযান চালিয়ে জেহালা মাঠপাড়ার থেকে লাল মিয়াকে ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কমলাপুর মাধবীতলা পারঘাট নদীর পাড় থেকে বিপুল হোসেনকে ৯ বোতল হোমিওপ্যাথিক এলকোহলসহ গ্রেফতার করে। জানা গেছে, উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা অঘরনাথপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে লাল মিয়া (৪০) দীর্ঘদিন ধরে বাজারে বিক্রয় নিষিদ্ধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রর করে। সে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মাদক বিক্রয় করে বেড়ায়। রোববার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)’র নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেহালা মাঠপাড়ায় অভিযান চালিয়ে লাল মিয়াকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের জিন্নাত আলীর ছেলে বিপুল হোসেন (৩১) দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক এলকোহল বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ কমলাপুর মাধবীতলা পারঘাট নদীর পাড়ে অভিযান চালিয়ে বিপুল হোসেনকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ৯ বোতল এলকোহল। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.