আলমডাঙ্গার রামচন্দ্রপুরে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ও বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খাদিমপুর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে এক অনন্য মাদকবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল বিকাল ৫ টার সময় এ আয়োজন করা হয়। এ সভায় গ্রামবাসী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাপুর ক্যাম্পের ইনচার্জ আহমেদ আলী। তার সহকর্মী সদস্যরা এ সময় উপস্থিত থেকে যুব সমাজের প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। সভায় প্রধান অতিথি আহমেদ আলী বলেন— “আমরা যদি আজ মাদকের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। মাদক শুধু একজনকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে দেয়। তাই এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ। তিনি তার বক্তব্যে বলেন— “মাদক আমাদের সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষার জন্য আমাদেরকেই সোচ্চার হতে হবে। প্রত্যেক পরিবার ও প্রতিটি মানুষকে মাদকবিরোধী আন্দোলনে অংশ নিতে হবে।”

এছাড়া রামচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান কপিল মন্ডল, রাজ্জাক মন্ডল, শামসুল মন্ডল, আনন্দ মন্ডল, বোরহান মন্ডল, বিল্লাল বিশ্বাস, আনিসুর বিশ্বাস, আসিফ আহমেদসহ গ্রামের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। গ্রামের অনেকেই সংক্ষিপ্ত আলোচনায় বলেন, গ্রামের প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবারকে মাদক থেকে সুরক্ষিত রাখতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার প্রতি মনোযোগী করে তুলতে হবে।

এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি স্থানীয়ভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান। সভার মাধ্যমে রামচন্দ্রপুরের তরুণরা শপথ নেন— গ্রামে কোনো ধরনের মাদক প্রবেশ করতে দেওয়া হবে না এবং যে কোনো মূল্যে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামবাসীর প্রত্যয়— মাদকমুক্ত রামচন্দ্রপুর, মাদকমুক্ত আলমডাঙ্গা গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More