আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদুল আলম ছপুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত বৃহস্পতাকার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী হারদী ক্যাম্পে দ্বায়িত্বরত অফিসার ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতারকৃত সাজ্জাদুল আলম ছপু (৪৫) পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত মেহের বিশ্বাসের ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশন পাড়ার সাজ্জাদুল আলম ছপু বেশ কিছুদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিলো। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হারদী আলমডাঙ্গার নেতৃত্বে এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করে সাজ্জাদুল আলম ছপুকে গ্রেফতার করে। এ সময় তার বসত ঘরের পিছনে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.