ভ্রাম্যমান প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা-১আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. জহুরুল ইসলাম আজিজী নির্বাচনি গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে অংশ নেন। শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাইয়ে এ স্লোগান নিয়ে পীর সাহেব চরমোনাই মনোনীত এই প্রার্থী ‘হাতপাখা’ মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া
ইউনিয়ন সভাপতি মো. জাহিদুল
ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আসমানখালী সাংগঠনিক থানা শাখার
সভাপতি মুফতি হাবিবুল্লাহ, সাবেক
সেক্রেটারি মাওলানা ইকরামুল হক,
সদস্য হুসাইন আহমাদ, সদস্য নাহিদ
হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন
ভাংবাড়িয়া ইউনিয়ন শাখার অন্যান্য
দায়িত্বশীল ও নেতৃবৃন্দ। গণসংযোগকালে
মাওলানা মো. জহুরুল ইসলাম আজিজী
বলেন, দেশে আজ ন্যায়বিচার, সততা ও
সুশাসনের মারাত্মক সংকট দেখা
দিয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও স্বার্থের
রাজনীতি দেশের মানুষকে ক্লান্ত করে
তুলেছে। এ অবস্থায় আল্লাহভীরু,
আমানতদার ও দেশপ্রেমিক নেতৃত্বই
পারে এই জাতিকে সঠিক পথে ফিরিয়ে
আনতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ
সেই ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, ন্যায়বিচার পাবে এবং আল্লাহভীতির ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। আপনার ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশে ইনসাফ, শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। শেষে তিনি স্থানীয় জনগণের প্রতি দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট হাতপাখা মার্কায় প্রদানের আহ্বান জানান।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার কেশবপুর গ্রামে বিল নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.