স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় গাংনী-আসমানখালী থানা শাখার অধীন হারদী ইউনিয়নের জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। হারদী ইউনিয়ন আমির মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা কর্মপরিষদ সদস্য কাইয়ুম উদ্দিন হিরক, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারদী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী। এদিকে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে উপজেলা কার্যালয়ে মাসিক সাংগঠনিকসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সভায় বিগত এপ্রিল মাসের রিপোর্টের পর্যালোচনা, কার্যবিবরণী পাঠ, অনুমোদন ও বিভিন্ন ইউনিয়নের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.