ভ্রাম্যমাণ/হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর শাহের বাগান নামক স্থানে দোকান ঘরের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৭টায় চা দোকানী ফরজ আলী দোকানের পাশে বোমা সাদৃশ্য বস্তুটি দেখে ওসমানপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই আলমগীর হোসেনকে খবর দেয় স্থানীয়রা। দুপুর সাড়ে বারোটায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান, সেকেন্ড অফিসার এসআই শামসুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে। ওসি মাসুদুর রহমান মাথাভাঙ্গাকে বলেন, ভয় বা আতংক সৃষ্টির উদ্দেশ্যে কোন দুস্কৃতিকারী বোমা সাদৃশ্য বস্তুটি রেখে গেছে। আলমডাঙ্গা থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাই অত্যন্ত তৎপর। দুস্কৃতিকারীদের কোন ছাড় দেয়া হবে না। এঘটনায় এলাকায় বোমা আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.