আলমডাঙ্গায় এসএসসির বিদায় অনুষ্ঠানে সংঘর্ষ : ৮ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার: এবার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিদায় অনুষ্ঠান চলাকালীন দশম শ্রেণির ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮জন শিক্ষার্থী আহত হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা হলো বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আসিফ, আলমগীর, হৃদয়, শাকিল, আকাশ, আলো এবং দশম শ্রেণির ছাত্র ছাব্বির ও রিয়াদ। আহতদের স্থানীয় গোলামবানু প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা নিজেরাই বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। তারা উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে গান বাজাচ্ছিলো। এসময় দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করছিলো। ক্লাসে বিঘœ ঘটায় এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দশম শ্রেণির ছাত্রদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিশোটা ও বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৮ শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বিদায় অনুষ্ঠানের আয়োজন করেনি। এসএসসি পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিতে এসেছিলো। এসময় দশম শ্রেণির ছাত্রদের সাথে কথা কাটাকাটি হলে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি মিমাংসা করে দেয়। স্থানীয় ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের এসআই কার্তিক বলেন, ‘নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিলো। এসময় দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই।’
এর আগে গত রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার আল হেলাল ইসলামি একাডেমির বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে কুপিয়ে হত্যা করে কয়েকজন যুবক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More