স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা শহরের পান্না কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনি পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু। জামায়াত আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থসম্পাদক কামাল উদ্দিন, সমাজ কল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা গাংনী-আসমানখালী আমির আব্বাস উদ্দিন ও আলমডাঙ্গা পৌর শাখার আমির মাহের আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আলমডাঙ্গা উপজেলা, আলমডাঙ্গা পৌর শাখা, গাংনী-আসমানখালী শাখা, চুয়াডাঙ্গা সদর উপজেলার ও চুয়াডাঙ্গা পৌর শাখার আমির, সেক্রেটারি, উপজেলা নির্বাচন পরিচালক, শ্রমিক বিভাগ, যুব বিভাগের সভাপতিবৃন্দ। এদিকে সকাল ৮টায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা জীবননগর ও চুয়াডাঙ্গার আংশিক নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় আসনের নির্বাচনি কর্মশালা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দামুড়হুদা যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল খালেক। উদ্বোধনী বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনি পরিচালক মাওলানা আজিজুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা আমির চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আলতার হোসাইন, তালিমুল কুরআন বিভাগের প্রধান মাওলানা মহি উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.