আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে একযোগে ২২০ জন সহযোগী সদস্যকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ইসলামী দলকে সম্মান করে, কারণ তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ তিনি আরও জানান, সহযোগী সদস্য যখন কর্মীর পাঁচটি গুণ অর্জন করে, তখন তাকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মী হিসেবে ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, শ্রম বিভাগের জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, যুব সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পাতি সরালি ও ১০ ছানার জীবন বাঁচানোর নায়ক আলমডাঙ্গার কতিপয় তরুণ
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.