আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলার ২য় দিন জনসচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের হলরুমে সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৬ মে সোমবার বিকেলে এ জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হয়। জনসচেতনতামূলক সভা ও সেমিনারে উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা সাব রেজিষ্ট্রার এসএম হাবিবুল্লাহ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিকাশ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গার সরকারি কলেজের প্রভাষক ড. মাহাবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাজেদুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব আহাম্মদ, আরাফত রহমান, ভূমি সেবা গ্রহিতা পৌর সভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কহিনূর বেগম, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, নাজিম উদ্দিন, ছানোয়ার হোসেন, সাজেদুল করিম, আবুল কালাম আজাদ, মকলেছুর রহমান, আব্দুল মজিদ, সমির উদ্দিন জোয়াদ্দার, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, তাজমিনা আক্তার লতা, পৌর ভূমি সহকারি কর্মকর্তা রেজাউল হক, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মিজানুর রহমান, মিনারুল ইসলাম, ইসা খান, তোয়াক্কেল হোসেন, শাহাবুদ্দিন, খাইরুল ইসলাম, মোল্লা মতিয়ার রহমান, ইসমাঈল হোসেন, আমজাদ হোসেন, আতিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারি ফজলে রাব্বী, নামজারি সহকারি মাসুদ পারভেজ, সার্ভেয়ার, মাজেদুল ইসলাম, সার্টিফিকেট সহকারি আফরোজা সুলতানাসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী। জনসচেতনতামূলক সভা ও সেমিনার শেষে নিয়মিত অর্পিত সম্পত্তির লিজ নবায়নের জন্য ও সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ১৩ জনকে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সেমিনারে ভূমি সম্পর্কৃত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.