আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নারীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু শুক্রবার রাতে থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের দুটি পক্ষ এপ্রিল মাসে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করে। জিনারুল পক্ষ এজাহার দায়ের করেন ১৭ এপ্রিল ও শাহজামাল এজাহার দায়ের করেন ২০ এপ্রিল। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামলা দুটি থানার অফিসার দিয়ে তদন্ত করে রিপোর্ট আদালতে প্রেরণ করে। আদালতে কোনো পক্ষ উপস্থিত না হওয়ায় দুটি মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিদের গ্রেফতারি পরোয়ানা পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)’র নেতৃত্বে থানা ও ক্যাম্প পুলিশের অফিসার ফোর্স অভিযান চালিয়ে উভয় পক্ষের ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন-চিৎলা গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের দুই ছেলে জিনারুল ইসলাম (৫৫) ও ইকরামুল হোসেন (৩৩), জিনারুল ইসলামের ছেলে হাশর আলী (২৫), একই গ্রামের পালপাড়ার বুধই মন্ডলের ছেলে শাহাজামাল (৫০), শাহজামালের স্ত্রী মালা খাতুন (৪৫) এবং ছেলে জনি (৩০)। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তারা সবাই পালিয়ে ছিল। ২৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.