স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় পথসভা করেছেন সাবেক এমপি সহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গার গোবিন্দপুর বাসটার্মিনাল মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিলিমা ইসলাম বিশ্বাস। ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন বিএনপি নেতা আব্দুল কাদের মিঠু। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু, মো. মমিনুল ইসলাম মুকুল বিশ্বাস, সাবেক যুব বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপির মহিলা নেত্রী সেলিনা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, বিএনপি নেতা শাহিন, আশরাফুল, মোহাম্মদ নিজাম, মিজানুর, জাহিদ হাসান কালু, লিখন, মালেক, আবু, মোহাম্মদ সৌদি, মো. ঝন্টু, রুবেল, মো. রানা, জুয়েল, রিপন, শরিফ হোসেন, কামরুজ্জামান বকুল, ইলিয়াস হোসেন, মোবারক হোসেন, রকিবুল ইসলাম খান, টিচার, জর্জ,আসাদুল ইসলাম, মামুন রানা, জায়দুল, আমজাদ, ঝন্টু, চান্দু, ইখলাস কনক, সাইদুর, রেজাউল, আলম, মিলন ,আজম, ঠান্ডু, বকুল, বশির, ছাত্তার, বুলবুল, আরিফ মেম্বার, হাসিবুল, মাসুম, খালেক, মহিন, কাবিল, রেন্টু, সবেদ, ইয়াকুব আলী, বিল্লাল, মহর উদ্দিন, শাহিন, মিন্টু, পল্টু খালেক, আক্কাস, জহুরুল, রকিবুল, তারিখ, আহাদ, উজির, জিম, শাজাহান, রশিদ, শাহাদাত, রুনা রোহিত প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
নাটুদা হাইস্কুলে শিক্ষকতার শেষ কর্মদিবসে অশ্রুসিক্ত বিদায়ে আবুল হাসা
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.