আলমডাঙ্গা ‎আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় কালে মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার‎: আলমডাঙ্গা ‎আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও কুশল বিনিময় কালে
‎জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা–০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন,
‎ দূর্নীতি আর দুঃশাসন আমাদের দেশকে পিছিয়ে রেখেছে। তিনি গতকাল বুধবার বিকেল ৩টা থেকে
রাত আটটা পর্যন্ত আইল হাঁস ইউনিয়নের কুটিপাড়া, হোসেনপুর , বলেশ্বরপুর ছয়ঘরিয়াগ্রামে পথসভা, গণসংযোগ ও কুশল বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন জনগণের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। ভয়–ভীতি ও অনিশ্চয়তা দূর করে একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে। ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই।”

‎ছয়ঘরিয়া গ্রামে পথসভায় তিনি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে বলেন—
‎“আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ–গ্যাস–ইন্টারনেট সুবিধা এবং তরুণদের কর্মসংস্থান—এসব ক্ষেত্রেই আমরা যুগোপযোগী উন্নয়ন করবো ইনশাআল্লাহ।”

‎তিনি আরও বলেন—
‎“দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার সুরক্ষা, নিরাপদ আবাসন এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশ—এসবই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

‎জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন—
‎“দেশের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।”

‎এসময় আরও উপস্থিত ছিলেন—
‎জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,
‎আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলও
‎উপজেলা সেক্রেটারী মোঃ মামুন রেজা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More