স্টাফ রিপোর্টার: ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা সদর উপজেলার ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত পরশু শুক্রবার বেগনগর বিল্লাল কিন্ডারগার্টেন স্কুলে ১৮ এপ্রিল সকাল ৯টায় শিক্ষা শুরু হয়ে ১৯ এপ্রিল বিকেল ৫টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। প্রথম দিন প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিদ্যালয়লের সাবেক সভাপতি আসাদুল্লাহ, চুয়াডাঙ্গা জেলার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত, আরিফুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে জ্ঞানের জায়গায় উচ্চতর হতে হবে। আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে। উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌর সভাপতি আবু রায়হান। এছাড়া জীবননগর উপজেলার শিক্ষাশিবির হাসাদা মাদরাসায়, আলমডাঙ্গা উপজেলার শিক্ষাশিবির আলমডাঙ্গা আলামিন সোসাইটি ও দামুড়হুদা উপজেলার শিক্ষাশিবির কার্পাসডাঙ্গা মাদরাসায় অনুষ্ঠিত হয়। সকল শিক্ষাশিবিরে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.