উৎসবের আমেজে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি নাহিদ সম্পাদক শাওন ও রোকন দফতর সম্পাদক নির্বাচিত

আলমডাঙ্গা ব্যুরো: আনন্দঘন পরিবেশ, উৎসবের সাজ আর প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছিলো আলমডাঙ্গা। এ শুধু নির্বাচন নয়, যেন ছিলো একটি উৎসব-সাংবাদিকদের উৎসব। আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে এমন চিত্র আগে কখনো দেখা যায়নি। গতকাল শনিবার সকাল থেকে নির্বাচনী আমেজে মুখর ছিলো পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে সেজে ওঠে সামনের সড়ক। প্রতিটি প্রার্থী তাদের প্রতীক আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত। ৩১ ভোটার সারিবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করেন সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত বিরতিহীনভাবে। সুষ্ঠু ও স্বচ্ছ এই নির্বাচনে সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে নাহিদ হাসান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনুস আলী ম-ল ছাতা প্রতীকে পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে নাজমুল হক শাওন পেয়েছেন ১৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের আল-আমিন পেয়েছেন ১৫ ভোট। দফতর সম্পাদক পদে কলম প্রতীকে শরিফুল ইসলাম রোকন পেয়েছেন ১৯ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকের সাইদুল ইসলাম পেয়েছেন ১২ ভোট। অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম অনিক (২০ ভোট পেয়েছেন খেজুরগাছ প্রতিকে) ও হোসেল তামজীদ (১৬ ভোট পেয়েছেন গোলাপ ফুল প্রতিকে), সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু আহমেদ (১৮ ভোট পেয়েছেন মোরগ প্রতিকে)। সহসভাপতি, ক্যাশিয়ার, ধর্ম, তথ্য-প্রযুক্তি, প্রচার সম্পাদকসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পূর্বেই। কার্যনির্বাহী সদস্য হয়েছেন সেলিম রেজা (২৪ ভোট), আরিফুল ইসলাম (২৩) ও খোন্দকার সালাহউদ্দিন (১৭)। পরাজিতদের মধ্যে সবচেয়ে নিকটে ছিলেন সজিব হোসেন (১৫ ভোট)। নির্বাচন ঘিরে শুধু সাংবাদিক মহল নয়, উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গনের ব্যক্তিত্বরা। নির্বাচনী কেন্দ্র পরির্দশন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার কৃতী সন্তান হেমায়েত উল্লাহ বেল্টু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গায় প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক মাথাভাঙ্গা প্রতিনিধি রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিভাগের সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, বাংলাদেশ বেতার ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, সময় টিভির প্রতিনিধি মাহফুজ মামুন, বিজয় টিভির প্রতিনিধি পলাশ আহমেদ, মাথাভাঙ্গার প্রতিনিধি আলম আশরাফ ও সাইদুর রহমান, দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি মেহেরাব্বীন সানভী।
আলমডাঙ্গার উপজলো প্রসেক্লাব নবনর্বিাচতি সকল সাংবাদকি বন্ধু দরে অভনিন্দন ও শুভচ্ছো জানয়িছেনে ভালাইপুর সাংবাদকি ইউনটিরে সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহরয়িার লন্টু, যুগ্ন সাধারন সম্পাদক সুমন রজো, কোষাধ্যক্ষ শরফিুল ইসলাম ও দপ্তর সম্পাদক হুমায়ন আহম্মদে, নর্বিাহী সদস্য জাহদি হাসান প্রমুখ। সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার শহিদুল ইসলাম ও অ্যাড. একরামুল হক। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেন। আইন শৃঙ্খলার সার্বিক দায়িত্বে ছিলো আলমডাঙ্গা থানা পুলিশ। নির্বাচন শেষে বিজয়ীদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতার গান, পরাজিতদের চোখেমুখে গণতান্ত্রিক সৌহার্দ্যের দীপ্তি। এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচন নয়, বরং সাংবাদিকদের পেশাগত ঐক্য, বিশ্বাসযোগ্যতা আর দায়িত্বশীলতার এক অপূর্ব প্রকাশ হয়ে উঠুক।
এদিকে, আলমডাঙ্গা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাসের নবনির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিরি অফিস রুমে উপজেলা জামায়াতের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন। উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রভাষক সাহীন সাহিদ, গোলাম মোক্তাদির, শামশুল আরেফিন রিপন, শরিফুল ইসলাম পিন্টু, নাজমুস সালেহীন, শামীম রেজা, আল-আমীন প্রমুখ। প্রধান অতিথি উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন ও সাংগঠনিক সম্পাদক সঞ্জ আহমেদকে আল-আরাফা(প্রা:) হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এসময় সবাইকে মিষ্টি খাওয়ায়ে দেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More