করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সামগ্রী সরবরাহ করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়রসহ পরিষদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে অনেকেরই বাড়ি বাড়ি গিয়ে সশরীরে খোঁজ খবর নেয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন। তিনি কাউন্সিলরদের সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী এ কর্মসূচি পালন করেন।
চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিপাওয়ায় কঠোর লকডাউন চলছে। গত ২০ জুন থেকে আগামী ২৬ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসন যেমন তৎপর, তেমনই পৌরসভার তরফেও চালানো হচ্ছে প্রচার প্রচারণা। করোনা আক্রান্তবাড়ি গুলোতে স্টিকার মেরে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। এরই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন, কাউন্সিলর উজ্জল হোসেন, কাউন্সিলর মো. ফরজ আলী, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, কাউন্সিলর আলা উদ্দীন আলা, কাউন্সিলর আব্দুল আজিজ জোয়ার্দ্দার মিণ্টু, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মুনছুর আলী মুনু, কাউন্সিলর মহলদার ইমরান ও টিকাদন সুপারভাইজার আলী হোসেনকে সাথে নিয়ে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি ঘোরেন। আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পাশাপাশি ৫৮ জনের পরিবারে খাদ্য সামগ্রী সরবরাহ করেন বলে পৌরসভার তরফে জানানো হয়েছে। এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানিয়েছেন পৌর মেয়রসহ কাউন্সিলররা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More