করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ

আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা আ.লীগের কার্যালয়ে উপজেলা ও পৌর আ.লীগের নেতা কর্মীদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মহামারি করোনা ভাইরাসের কারণে শুধু দেশে নয় সারাবিশে^ কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। মহামারি করোনা ভাইরাস শুধু বাংলাদেশ নয় বিশ্বের ২১৬ দেশে তার থাবা বসিয়েছে। লাখ লাখ মানুষের জীবনহানী ঘটেছে। সমগ্র পৃথিবীজুড়ে এখন একটিই আতঙ্ক বিরাজ করছে। গত কয়েক মাসে বাংলাদেশে মহামারি করোনায় প্রায় ১ লাখ ৮১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। বাংলাদেশে মৃত্যুবরণ করেছে প্রায় ২ হাজার ৩শ’ মানুষ। আপনাদের কাছে অনুরোধ সরকারি বিধি নিষেধ মেনে চলুন, মুখে মাস্ক ব্যবহার করবেন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করবেন। আমরা কিন্তু তৃতীয় ধাপে পা রেখেছি। এখন আরও সতর্ক হয়ে চলতে হবে।
পৌর আ.লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আ.লীগের শ্রম সম্পাদক মুক্তিযোদ্ধা আহসান মৃধা, সাবেক পৌর আ.লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ। পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সহ-সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রিপন আলী, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, পৌর ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, খন্দকার মজিবুল ইসলাম, দ্বিনেশ কুমার, সিরাজুল ইসলাম লাভলু, পরিমল কুমার কালু ঘোষ, দেলোয়ার হোসেন, আক্তারুজ্জামান, শাফায়েত আলী, আ.লীগ নেতা রিপন শাহ, শাহানুর, আজম , সিরাজুল ইসলাম, আরমান আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, মিজানুর রহমান মিজান, সুমন, বাপ্পি, মনিরুল ইসলাম, বাপ্পি, নুর আলম, জীবন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক পারভেজ মিডেল, ছাত্রলীগ নেতা রকি আহম্মেদ, সাকিব, শিহাব, রোমান, অটাল, সজিব, টিটন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More