কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপল্লিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালাঘর নামক ফলকটিতে রং দিয়ে কে বা কারা মুছে দিয়েছে। নামফলকটি কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সামনে দর্শনা মুজিবনগর সড়কের পাশে অবস্থিত। সাবেক জেলা পরিষদ থেকে নামফলকটি করা হয়েছিলো। এ ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি অনেকের চোখে পড়ে কে বা কারা ফলকের ওপর লেখাটা মুছে দিয়েছে। কিন্তু কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না। অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউপির সাবেক মেম্বার ও সাংস্কৃতিক কর্মী আপেল হোসেন জানান, জাতীয় কবি আমাদের সকলের। তিনি কার্পাসডাঙ্গা মিশনে এসেছিলেন এবং এখানে থাকতেন। কবির স্মৃতি ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। আটচালাঘর নামক ফলকটিতে রং দিয়ে কে বা কারা মুছে দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.