কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত মামলার জের ধরে আপন চাচি মাহফুজাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দেবরের ছেলে আলিম (২২)। উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা একই এলাকার নাজির উদ্দিন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিয়ে রোববার বিকেল ৪টার দিকে বশির উদ্দিন বিশ্বাসের ছেলে আলিম বাড়ি ফিরে মামলার বাদী আপন চাচী মাহফুজাকে মামলা তুলে নিতে গালমন্দ করে। মাহফুজা গালমন্দের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আলিম কুড়াল দিয়ে তার চাচীর মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ সময় মাহফুজা মাটিতে লুটিয়ে পড়লে তার স্বামী নাজির উদ্দিন বিশ^াস ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, জমি সংক্রান্ত বিরোধে আপন চাচীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.