কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা ৩০মিনিটের সময় দয়ারামপুর আলিম মাদরাসা মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রাজ্জাক খাঁন’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদ’র উপস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল আলীম। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর রাসুল সা. এর দেখানো পথ অনুসরণ করে আল্লাহর আইন বাস্তবায়ন করার কাজ করে। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তাছাড়া আরও বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। কোটচাঁদপুর উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। কোটচাঁদপুর পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি সিয়াম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনি দায়িত্বশীলবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.