কোটচাঁদপুরে ধসে পড়ার উপক্রম হওয়া সেই পানির পাম্প মেরামত শুরু

কোর্টচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ধসে যাওয়ার উপক্রম হওয়া পানির পাম্পটি মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধসে যাওয়ার উপক্রম হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর গতকাল শুক্রবার মেরামত কাজ শুরু হয়েছে, অল্প সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় কোটি টাকা ব্যয় করে উপজেলার নওদাগা গ্রামে এই পাম্প স্থাপন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কাজটি বাস্তবায়ন করে। গত রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার সকালেই ভবনের নিচের অংশ অনেকটা ধসে যায়। গোটা প্রকল্পই হুমকির মুখে পড়ে যায়। এ ঘটনায় বুধবার ‘উদ্বোধনের পরপরই কোটি টাকার পানির পাম্প ধসের উপক্রম’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের স্থানীয় উপসহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবারই ঠিকাদারের লোকজন মালামাল নিয়ে এসেছেন। সকাল থেকেই তারা কাজটির সংস্কার কাজ করছেন। আশা করছেন দ্রুতই শেষ হবে। তিনি আরও জানান, কাজটি যেন ত্রুটিপূর্ণ না হয়, সে বিষয়ে সার্বিক খেয়াল রাখা হচ্ছে। কোটচাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড নওদাগা ও কাশিপুরের অংশবিশেষের মানুষের পানির প্রয়োজনে গভীর নলকূপটি স্থাপনের উদ্যোগ নেয়া হয়। পাম্পটির কাজ শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। দুজন ঠিকাদার কাজটি করেছেন। পানির লাইনের কাজের জন্য প্রায় ৬০ লাখ আর ভবনের জন্য প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। নানা জটিলতায় কাজটি বিলম্ব হয়েছে। এরপরও শেষ করে সদ্য চালু করা হয়েছে। নিচে বালু দেয়া হয়েছে, যা পানির স্রোতের কারণে সরে গেছে। এতে ভবনের নিচের মাটি কিছুটা সরে গেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More