ক্ষতিপূরণ দিলেন ৩৫ হাজার টাকা : রাস্তা পরিষ্কার করার নির্দেশ

দামুড়হুদার রাজা ব্রিকসের মাটির পিচ্ছিল কাঁদায় ডিম ভর্তি আলমসাধু উল্টে ৬২০ খাচি ডিম নষ্ট
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা-দামুড়হুদার মহাসড়কে পুড়াপাড়া রাজা ব্রিকসের সন্নিকটে পিচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাটির পিচ্ছিল কাঁদায় ডিম ভর্তি আলমসাধু উল্টে ৬২০ খাচি ডিম নষ্ট হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয়েছে ৩৫ হাজার টাকা।
জানা গেছে, দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলার ডিম ব্যবসায়ী এনামুর হকের ৬২০ খাচি ডিম ঈশ্বরদী থেকে আলমসাধু যোগে নিয়ে আসছিলো। রাতের হালকা বৃষ্টিতে রাজা ব্রিকসের পাশে ভাটার মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো। এতে কাঁদাময় সৃষ্টি হয় রাস্তায়। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ডিম ভর্তি আলমসাধু রাজা ব্রিকস অতিক্রম করার সময় পিচ্ছিল কাঁদায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধু ভর্তি ডিমগুলো নষ্ট হয়ে যায়। এসময় কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচলে বিঘœ ঘটে। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জানতে পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন ডিম ভর্তি আলমসাধু ইটভাটার মাটি রাস্তায় পিচ্ছিল হওয়ার কারণে এ দুঘর্টনার শিকার হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজা ইটভাটার মালিক ইকবাল মাহমুদ টিটোকে ডিম ব্যবসায়ী এনামুর হককে ৩৫ হাজার টাকা ও আলমসাধু চালক ও হেলপারকে ৫শ’ টাকা করে ১ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। ইটভাটা মালিক তৎক্ষণিক ক্ষতিপূরণের টাকা দিয়ে দেন।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ বলেন, ওই সড়কে রাস্তার উপর দু’পাশের সমস্ত মাটি কেটে ৬ জন শ্রমিক দিয়ে রাস্তার পাশে ফেলা হয়। ব্রাক অফিস থেকে রাজা ব্রিকসের অপর পাশ পর্যন্ত সকল রাস্তা সকাল-বিকেল ৬ জন শ্রমিক দিয়ে পরিষ্কার করে রাখবে এ মর্মে মুচলেকা নেয়া হয়েছে। রাস্তার পাশে রাখা ইটগুলো আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নেবে। মাটি পরিবহনের সময় অবশ্যই পলিথিন/চটের বস্তা ব্যবহার করবে। এ সমস্ত বিষয়গুলো রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটো আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই নিশ্চিত করবেন। ডিম ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দেয়ার সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম মিল্টন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More