খাদিমপুরে বাউল-সাধুদের পাশে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ সংস্কৃতিই আমাদের আত্মার বাঁধন আর ৩১ দফা শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতার অঙ্গীকার
তিনি আরও বলেন, ‘আজকে আপনাদের যে সমস্যা, শিল্পচর্চার ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতার অভাব—আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখায় তার সমাধান আছে। আমরা কেবল অর্থনীতি বা প্রশাসন মেরামত করতে চাই না, আমরা দেশের শিল্প-সংস্কৃতিকেও সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে সমৃদ্ধ করতে চাই। ৩১ দফায় আমরা সাংস্কৃতিক কর্মীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার করেছি। আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমরা আপনাদের জীবন-জীবিকা এবং শিল্পচর্চার নিরাপত্তা নিশ্চিত করব। আপনাদের এই আধ্যাত্মিক শক্তিই আমাদের চূড়ান্ত বিজয়ের পথে প্রেরণা যোগাবে।”
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধু বাউলরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.