খুব শিগগির দর্শনা চেকপোস্ট দিয়ে সব ধরনের ভিসা চালুর ব্যবস্থা করা হবে

দর্শনা জয়নগর চেকপোস্ট পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

দর্শনা অফিস: দর্শনা বন্দর চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি গাড়িবহর যোগে দর্শনা জয়নগর চেকপোস্টে পৌছুলে দামুড়হুদা উপজেলা পরিষদ, দর্শনা পৌরসভা, বিজিবি, কাস্টমস, ইমিগ্রেশন, প্রবীন কমিটি, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দর্শনা জয়নগর চেকপোস্টে বিভিন্ন বিভাগ ও শূন্যরেখা পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মনোজ কুমার বলেন, আমি দর্শনা বন্দর চেকপোস্টের সবকিছু পরিদর্শন করলাম। এখানে কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সবার মতামত নিয়েছি। খুব শিগগির এ বন্দর চেকপোস্ট যাতে চালু হয় তার জন্য আমার পক্ষ থেকে সব ব্যবস্থা করা হবে। দর্শনায় আসার আগে সহকারী হাই কমিশনার কুষ্টিয়াতে নবনির্মিত ভারতীয় ভিসা  সেন্টারের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। এই ভিসা সেন্টারটি কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের মানুষের জন্য নির্মিত হচ্ছে। যাতে হাতের কাছে সহজেই ভারতীয় ভিসা পেতে পারে। এটি চালু হলে ভারতীয় ভিসার জন্য এ অঞ্চলের মানুষের আর রাজশাহী বা যশোর যেতে হবে না বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ^াস, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, বিজিবির আইসিপি কমান্ডার আব্দুল জলিল, ইমিগ্রেশন ইনচার্জ এসআই নাঈম, কাস্টমস কর্মকর্তা নাজমুল হক, রাশেদুজ্জামান। এ ছাড়াও  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, প্রবীন কমিটির সভাপতি মোশাররফ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি কিশোর কুমার কুন্ড, দর্শনা নাগরিক কমিটির সচিব গোলাম ফারুক আরিফ, বন্দর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম লিটন প্রমুখ। হাই কমিশনারের সাথে আরো উপস্থিত ছিলেন, সহধর্মিনী রোজী কুমার ও অফিসিয়াল কর্মকর্তা পাপন রায়। দর্শনা বন্দর পরিদর্শন শেষে তিনি মেহেরপুরের উদ্দেশে দর্শনা বন্দর এলাকা ত্যাগ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More