গাংনী প্রতিনিধি: জন দুর্ভোগ কমাতে গাংনীতে ইউপি সদস্যদের নিয়ে ৮ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পে উপজেলার ১নং কাথুলী ও ২ নং তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইউপি সদ্যদের অংশগ্রহনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন, ওসি তদন্ত আল মামুন, গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। জনদুর্ভোগ কমাতে, গ্রাম্য পর্যায়ে দেওয়ানী ও ফৌজদারী সকল কার্যক্রম সমাধানের লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক ৮ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পর্যায় ক্রমে গাংনী উপজেলার সকল ইউপি সদস্যাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার ও পি এফ এ মোঃ শাহজুল ইসলাম।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.