গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে বাড়ির টিউবয়েলের পানি নিষ্কাশন নিয়ে দুই ভাই ও তাদের পক্ষের লোকজনের মধ্যে সৃষ্ট সংঘর্ষে নারীসহ অন্তত ৬জন আহত হয়েছে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-পোড়াপাড়া গ্রামের ইউসুফ মালিথার ছেলে সানোয়ার (৪২) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৪০), ছেলে মাসুম (২৫), মনোয়ার (৪০) ও তার ছেলে সোহাগ হোসেন (২২) এবং ফকির মালিথার ছেলে ইয়াছিন আলী (৭৬)। আহতদের মধ্যে মুসলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। অপরদিকে সংঘর্ষের ঘটনায় মাসুম ও সোহাগকে আটক করে থানায় নিয়েছে গাংনী থানা পুলিশ। আহত সানোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত তার বাড়ির টিউবয়েলের পানি নিষ্কাশন করা হয় বাড়ির বাইরে পাঁচিলের পাশ দিয়ে। ওই পথ দিয়ে বাড়ি থেকে বের হন ছোট ভাই মনোয়ার। হঠাৎ পানি নিষ্কাশন নিয়ে বাকবিত-া শুরু করে সে। এক পর্যায়ে মনোয়ার ও তার ছেলে সোহাগ কোদাল দিয়ে বাড়ির পাঁচিল ভেঙে ফেলে ও বাড়িতে হামলা চালায়। এতে চাচা ইয়াছিন আলীসহ ৪জন আহত হয়। একই সময়ে আহত হয় ছোটভাই মনোয়ার ও তার ছেলে সোহাগ। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহত মুসলিমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.