গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর রাইপুর ও তেঁতুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে দুই কৃষকের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাইপুর বেলে মাঠ থেকে এবং বৃহস্পতিবার দুপুরে তেঁতুলবাড়ীয়া ঝরের বিলের ব্রিজের পাশ থেকে মোটরসাইকেল দুটি চুরি হয়। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে রাইপুর গ্রামের কৃষক হাসান রেজা সেন্টু তার পালসার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল নিয়ে গ্রামের বেলে মাঠে শাক তুলতে গিয়েছিলেন। রাস্তার পাশে মোটরসাইকেল রেখে লক করে তিনি ক্ষেতের দিকে নেমে পড়েন। মাত্র কয়েক মিনিটের মাথায় ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই। এদিকে বৃহস্পতিবার দুপুরে তেঁতুলবাড়ীয়া গ্রামের মুনসুর আলী তার ব্যবহৃত টিভিএস রাইডার লাল রঙের মোটরসাইকেল নিয়ে মাঠে ক্ষেত দেখতে গিয়েছিলেন। রাস্তার পাশে মোটরসাইকেলটি লক করে রেখে ১৫ মিনিট পর ক্ষেত থেকে ফিরে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই। ভুক্তভোগীদের ধারণা সংঘবদ্ধ একটি মোটরসাইকেল চোরচক্র মোটরসাইকেল চুরির জন্য মাঠের কৃষকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মাঠে মোটরসাইকেল নিয়ে যাওয়া কৃষকদের প্রতি তারা আগে থেকেই লক্ষ্য রাখেন। বেশিরভাগ সময় মাঠে লোকজন তেমন থাকে না। যারা মাঠে থাকেন তারা ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে অনায়াসে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, রাস্তার পাশে মোটরসাইকেল রাখার সময় চোরচক্রের সদস্যরা হয়তো তাদের আশেপাশেই কৌশলে অবস্থান করছিল। যার ফলে মোটরসাইকেল রেখে যাওয়ার কয়েক মিনিটির মাথায় লক ভেঙে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জানা গেছে, মেহেরপুর জেলার বিভিন্ন সড়কের পাশে মোটরসাইকেল রেখে কৃষকরা কোন সময় মাঠে কাজ করেন নয়তো সাময়িক সময়ের জন্য ক্ষেত দেখতে যান। ফাঁকা মাঠে মোটরসাইকেল পড়ে থাকার সুযোগ লুফে নিচ্ছে চোর চক্রের সদস্যরা। বর্তমান সময়ে প্রতি মাঠেই কৃষকদের অনেকে মোটরসাইকেল নিয়ে যায়। তাই চোরচক্রের সদস্যদের প্রধান লক্ষ্য এখন মাঠে রাস্তার পাশে রাখা মোটরসাইকেল। এ বিষয়ে যদি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী কড়া পদক্ষেপ না নেয় তাহলে আরও ভয়াবহ রুপ নিতে পারে মাঠ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা। জানা গেছে, ভুক্তভোগী তেঁতুলবাড়ীয়া গ্রামের মুনসুর আলী মোটরসাইকেল চুরির বিষয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং রাইপুর গ্রামের হাসান রেজা সেন্টু শনিবার অভিযোগ দায়ের করবেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, অভিযোগ আমলে নিয়ে মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের সদস্যেদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.