চকচকে ভবনের মতো শিক্ষার মানও চকচকে করার তাগিদ দিলেন এমপি টগর 

দর্শনা মেমনগর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

দর্শনা অফিস: দর্শনার ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে ৪ তলা বিশিষ্ট ভবন। মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রনালয়ের বাস্তবায়নে, কারিগড়ি শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহযোগিতায় ইফাত কনস্ট্রাকশনের নির্মাণে মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী অসংবাদিত নেতা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনতার রায়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ আ.লীগ। তাই এলাকার অবকাঠামো, সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়ন আমার মূল লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য যা যা করার দরকার তা আমি করবো ইনশাল্ল¬াহ। সে ক্ষেত্রে প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। আমি আমার সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকার সব ধরণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রাণপ্রণ চেষ্টা অব্যাহত রেখেছি। অবহেলিত জনপদের মানুষের প্রাণের দাবি পূরণে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো নিরন্তর। শুধু রাস্তা-ঘাট, হাট-বাজারের উন্নয়ন নয়, এ সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। সরকার মেধাবী জাতি গঠন ও শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তাই সরকারের দেয়া চকচকে ভবনের মতো শিক্ষার মানও চকচকে করতে শিক্ষক ও অভিভাবককে এগিয়ে আসতে হবে সর্বদা। ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৬৫১ টাকা ব্যয়ে নির্মানাধীন এ ভবনের কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনার মেয়র মতিয়ার রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, মোমিনুল ইসলাম, মোজহারুল ইসলাম, মোশাররফ হোসেন, আ. রফিক কাবি, ফজলুর রহমান, সোলায়মান কবির, ফয়সাল আহমেদ, রেজাউল ইসলাম, ফলেহার, শামীম প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More