স্টাফ রিপোর্টার: শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ শনিবার রাত ৮ টার সময় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) এডমিন আমিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শহরের কবরী রোডে রাত ৮টার দিকে এই অভিযান চলাকালীন ‘ভাই ভাই ফুচকা হাউস’-এর সামনে অবৈধভাবে মোটরসাইকেল ও ইজি বাইক (ইজিবাইক) পার্কিং-এর অপরাধে বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়।
ট্রাফিক সার্জেন্ট রিয়াজ অবৈধ পার্কিং-এর কারণে একটি ইজি বাইককে ২৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলকে ৩০০০ টাকা জরিমানা করেন।
অভিযানে টি আই এডমিন আমিরুল ইসলাম-এর সঙ্গে টি আই আশরাফ উদ্দিন, টি আই হাসান মল্লিক এবং টি আই সোহেল রানা উপস্থিত ছিলেন।
এদিকে, ‘ভাই ভাই ফুচকা হাউস’-এর মালিক ওহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম তাঁদের ভুলের কথা স্বীকার করে প্রশাসনকে জানান, ভবিষ্যতে এই ধরনের ভুল আর হবে না। তাঁরা অবৈধ পার্কিং-এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনকে কথা দেন যে তাঁরা দ্রুতই দোকানের সামনে এ বিষয়ে ব্যানার লাগিয়ে দেবেন। তাঁরা ট্রাফিক পুলিশের ধার্য করা জরিমানা পরিশোধ করেছেন বলেও জানান। ট্রাফিক পুলিশের এই অভিযান শহরের যান চলাচলে শৃঙ্খলা আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.