চুয়াডাঙ্গায় ইসলামী শ্রমিক আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত – ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার।

আজ শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ৯টায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতদিয়াড় ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও থানার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাহিন।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহিবুল্লাহ কাজেমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এস. এম. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব মোঃ হাসানুজ্জামান সজীব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি হাজী আকমাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ডা. আনিসুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহিবুল্লাহ কাজেমী বলেন, “এই দেশ গত ৫৪ বছরে শুধু ক্ষমতার পালাবদল দেখেছে, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার ফিরে পায়নি। যারা ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটে লিপ্ত হয়েছে। দেশের মানুষ এসব স্বার্থান্বেষী গোষ্ঠীর পরিবর্তে ইসলামপন্থী নেতৃত্ব চায়। ইসলামী শ্রমিক আন্দোলন সেই ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে এবং সমাজে সুবিচার ও নৈতিকতা ফিরে আসবে।”
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ ইসলামী নেতৃত্বকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত হবে, দুর্নীতি ও বৈষম্য বিলুপ্ত হবে এবং দেশের অর্থনীতি ও সমাজে প্রকৃত শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে দায়িত্বশীলতার মনোভাব নিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More