চুয়াডাঙ্গায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আলোচনা সভা ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা অফিস ও চুয়াডাঙ্গা জেনারেল কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১০ ডিসেম্বর সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অফিসের সভাপতি লাল্টু মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক লিমন হোসেন মিলন, সহ-সাধারণ সম্পাদক ইথন, মহিলা বিষয়ক সচিব আবেদা সুলতানা, আইন বিষয়ক সচিব এডভোকেট আক্তারুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা, মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকারের সঠিক বাস্তবায়ন নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন বক্তা গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রতিনিধি দল চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী শরিফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “মানবাধিকার রক্ষা সকলের মৌলিক দায়িত্ব। মানুষের অধিকার নিশ্চিত না হলে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

এ ছাড়া চুয়াডাঙ্গা জেনারেল কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রিকন আলী, পরিচালক মো. মামুনার রশিদ, আইন বিষয়ক সম্পাদক বকুল হোসেন, জেলার বিভিন্ন থানা মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দমদমুড়হুদা শাখা কমিটির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক একরামুল হোসেন, দর্শনা থানা শাখা কমিটির সেক্রেটারি সামিম হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ শেষে মানবাধিকার রক্ষায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More